Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে লাউহাটী ইউনিয়ন পরিষদ

টাংগাইল  জেলার দেলদুয়ার উপজেলাধীন লাউহাটী  ইউনিয়ন পরিষদ অত্র জেলার দেলদুয়ার উপজেলার একটি গুরুত্বপূর্ন ইউনিয়ন পরিষদ। শিক্ষা সাংস্কৃতিক, খেলাধূলা, সামাজিক অনুষ্ঠান ইত্যাদি সব কিছু নিয়ে লাউহাটী ইউনিয়ন পরিষদ একটি আদর্শ ইউনিয়ন পরিষদ হিসাবে মাথা তুলে দারিয়ে আছে। অত্র লাউহাটী ইউনিয়ন পরিষদ সরকারী -বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তথা ১০টি প্রাথমিক বিদ্যালয়, ৪টি মাধ্যমিক বিদ্যালয়, ৭টি মাদ্রাসা এবং ১টি কলেজ ১০ টি কিন্ডার গার্টেন এবঙ ৩৬টি মসজিদ, ১৬টি মন্দির,১৮ টি কবরস্থান, ১৯টি ঈদগাহ মাঠ, এবং৩টি শশ্বান ঘাট, ১৩ ক্রিড়া সংগঠন ক্লাব, ১ টি সংস্কতিক সংগঠন ক্লাব, ৩টি পেশাজীবি সংগঠন ক্লাব সহ সরকারী - বেসরকারী অফিস রয়েছে। সবকিছু মিলিয়ে লাউহাটী ইউনিয়ন পরিষদ একটি আদর্শ ইউনিয়ন পরিষদ হিসাবে পরিচিতি লাভ করেছে। গত ২০১৩ সালে লাউহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব রফিকুল ইসলাম খান (ফিরোজ) তিনি দেলদুয়ার উপজেলার সেরা চেয়ারম্যান হিসাবে সম্মান্না লাভ করেছে। তিনি টাংগাইল জেলার দেলদুয়ার উপজেলার গর্ব। তিনি লাউহাটী ইউনিয়ন পরিষদকে একটি মডেল পরিষদ হিসেবে গড়তে চান। লাউহাটী ইউনিয়ন পরিষদের আয়তন ২০.০০ বর্গ কিলোমিটার। এই ইউনিয়নের মৌজার সংখ্যা ১৬টি গ্রামের সংখ্যা ১৮টি মোট জনসংখ্যা ৩৫,০০০ হাজার এর ও অধিক। লাউহাটী ইউনিয়নের বিদ্যুতায়িত এলাকা ১৪টির ও অধিক। লাউহাটী ইউনিয়ন ৩টি হাট আছে। লাউহাটীতে বর্তমানে টাংগাইল জেলার সবচেয়ে বড় হাট হল লাইহাটী হাট। এ হাটে প্রতেকদিন কয়েক ইউনিয়ন নিয়ে জনসংখ্যার দাড়ায় প্রাঙ ১ লক্ষ এর অধিক। লাউহাটী ইউনিয়নের প্রাথমিক বিদ্যালযের ছাত্র- ছাত্রীর পাশের হার প্রায় ৬৫% এবং মাধ্যামিক পাশের হার প্রায় ৭০% লাউহাটী কালেজ দেলদুয়ার থানাধীন রেজাল্টএর দিক থেকে প্রথম। আমি এই ইউনিয়ন কে সম্মান করি। লাউহাটী ইউনিয়নে দুই জন কৃতি সন্তান আছে যাদের কথা বলে শেষ করা যাবে না তাদের একজন ড: আলীম আল রাজী তিনি ছিল একজন ভাষাবীদ তিনি ১৬টি রাষ্টের ভাষা জানতেন তিনি এশিয়া মহাদেশের একজন সর্বকণিষ্ট ভাষাবিধ। তাহার কথা বলে শেষ করা যাবেনা। তিনি নিজ উদ্যোগে কয়েকটি স্কুল কলেজ মাদ্রাসা প্রতিষ্টিত করেন। আরেক জন হল সওকত ব্যারিস্টার তিনি আরেক জন সর্ব কনিষ্ঠ লোক তিনি নিজ উদ্যোগে লাউহাটী তে স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ মন্দির হাসপাতাল ইত্যাদি প্রতিষ্ঠিত করেন। তাহাকে আমি সম্মান করি। তাহার মতলোক আমাদের ইউনিয়নে জন্ম গ্রহন করেছেন। আল্লাহকে আমি ধন্যবাদ জানায় যে এতবড় লোক এত সম্মানি লোক আমাদের ইউনিয়নে দিয়েছেন।