যানবাহনে যোগাযোগের ব্যবস্থা
উপজেলা সদর থেকে লাউহাটী ইউনিয়ন পরিষদের দুরত্ব প্রায় ১০ কি.মি। উপজেলা সদর থেকে বাস, সিএনজি, অটো রিক্স, টেম্পু তে যাতায়াত করা যায়। বাসে প্রতি জন বাড়া ১৫ টাকা সিএনজিতে প্রতিজন বাড়া ২৫ টাকা, অটো রিস্কায় প্রতিজন বাড়া ৫০ টাকা, টেম্পু তে প্রতিজনের বাড়া ২০টাকা। উপজেলা থেকে বিভিন্ন জায়গায় যাতায়াত করা যায় যেমন উপাজেলা উত্তরে টাংগাইল, দক্ষিনে পাকুটিয়া বি, সি, আর, জি, ড্রিগি কলেজ, লাউহাটী আরফান আলী খান ড্রিগি কালেজ, পশ্বিমে এলাসিন কলেজ এ যাতায়াত করা যায়। দেলদুয়ার সদর উপজেলা থেকে ১০ কি.মি. পূর্ব দিকে সি এন জির মাধ্যমে গিয়া ঢাকা টাংগাইলের বাসে ঢাকা এমনকি উত্তর ভঙ্গে যাওয়া যায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস